ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএস স্টিলের ৩১ লাখ শেয়ার বিক্রিযোগ্য

প্রকাশিত: ১১:৫৮, ৪ এপ্রিল ২০১৯

এসএস স্টিলের ৩১ লাখ শেয়ার বিক্রিযোগ্য

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের ৩১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয়যোগ্য (লক ফ্রি) হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এসএস স্টিল থেকে ২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করা হয়। এর মধ্যে ৫০ শতাংশ বা ১ কোটি ২৫ লাখ শেয়ার পেয়েছে যোগ্য বিনিয়োগকারীরা। যার ২৫ শতাংশ বা ৩১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয়যোগ্য হয়েছে। পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে আইপিওতে প্রাপ্ত শেয়ারের ৫০ শতাংশ লেনদেনের প্রথমদিন থেকেই বিক্রয়যোগ্য থাকে। বাকি ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ শেয়ার ৬ মাস পরে বিক্রয়যোগ্য হয়। আর বাকি ২৫ শতাংশ বিক্রয়যোগ্য হয় ৯ মাস পরে। যা কোম্পানির প্রসপেক্টাস ইস্যুর বা পত্রিকায় সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশের দিন থেকে হিসাবযোগ্য। এসএস স্টিলের বিক্রয় অযোগ্য থাকা ৫০ শতাংশের মধ্যে বাকি ২৫ শতাংশ বা ৩১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয়যোগ্য হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেট যাচ্ছে। কোম্পানিটির স্পট মার্কেটে রবিবার পর্যন্ত চলবে লেনদেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এই কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার। আর রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিটির লেনদেন স্থগিত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×