ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীদের টিআইএন বাধ্যতামূলক নয়

প্রকাশিত: ১১:৫৭, ৪ এপ্রিল ২০১৯

বিনিয়োগকারীদের টিআইএন বাধ্যতামূলক নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার (টিন) বাধ্যতামূলক করা হচ্ছে না। তবে বুধবার সকাল থেকেই উভয় শেয়ারবাজারে গুজব ছড়িয়ে পড়ে বিনিয়োগকারীদের জন্য টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত এই গুজবেই শেয়ারবাজারে বড় দরপতন ঘটে। এই বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, মঙ্গলবার ডিএসইর সঙ্গে এনবিআরের যে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী বাজেটে সেটার ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। তবে টিনের ব্যাপারে যে বিষয়টি আলোচনা হয়েছে সেটি আমরা আগে থেকেই মেনটেন করি। এটা নতুন কিছু নয়। কোন কিছুই বাধ্যতামূলক করা হচ্ছে না। জানা গেছে, দেশের বীমা শিল্প বিকাশে আর এর সুনাম রক্ষা করার জন্য টিন বাধ্যতামূলক করার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সম্প্রতি এনবিআরের বাজেট আলোচনায় তিনি এ অনুরোধ জানান। এ সময় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএএম মাজেদুর রহমান বলেন, আমাদের টিনের অপশনটি আছে। বিনিয়োগকারীরা সেটা মেনটেন করেন। এটাকেই ভুলভাবে ব্যাখ্যা করে বাধ্যতামূলক করার বিষয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট হয়। তবে বিষয়টি সত্য নয়।
×