ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইর সঙ্গে কলম্বো স্টক এক্সচেঞ্জের চুক্তি

প্রকাশিত: ১১:৫৭, ৪ এপ্রিল ২০১৯

ডিএসইর সঙ্গে কলম্বো স্টক এক্সচেঞ্জের চুক্তি

অর্র্থনৈতিক রিপোর্টার ॥ পারস্পরিক সহযোগিতার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান ও সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীভা বন্দরনায়েক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেছেন। গত ২৮ মার্চ কলম্বোতে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন ও সিএসইর হেড অব স্ট্যাটেজি নিলমা সামারাসিং উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী, উভয় স্টক এক্সচেঞ্জ তথ্য বিনিময় করবে। বিশেষ করে পণ্য উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও মূলধন বৃদ্ধির বিষয়ে সম্প্রসারণে কাজ করবে। এছাড়া দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন কাজ করবে। অনুষ্ঠানে কেএএম মাজেদুর রহমান বলেন, ডিএসই দেশের এবং বিদেশে অবস্থানরত বিনিয়োগকারীদের লেনদেনের জন্য আদর্শ জায়গা। এখানে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করা হয়। যা বিশ্ব খ্যাত নাসডাক থেকে নেয়া। এছাড়া বিশ্ব খ্যাত শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এরইমধ্যে ডিএসইর অংশীদার হয়েছে। এ সময় চুক্তির মাধ্যমে সিএসই ও ডিএসইর সহযোগিতায় উভয় স্টক এক্সচেঞ্জ দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন মাজেদুর রহমান।
×