ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন মাস আগের অবস্থানে শেয়ারবাজারের সূচক

প্রকাশিত: ১১:৫৬, ৪ এপ্রিল ২০১৯

তিন মাস আগের অবস্থানে শেয়ারবাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটেছে। এই দরপতনের কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমে ৩ মাস আগের অবস্থানে নেমে গেছে। আগামী অর্থবছরে নতুন বাজেটের করের আওতা বাড়তে পারে এমন গুজব শেয়ারবাজারে ছড়িয়ে পড়ায় বড় ধরনের শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। মঙ্গলবারে স্টক এক্সচেঞ্জ দুটির সঙ্গে বাজেট নিয়ে আলোচনায় কর নিয়ে এমন প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ড দিয়েছে এই গুজবেই দ্রুত দরপতন ঘটে। বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে তারল্য সঙ্কট চলাকালীন বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু প্রস্তাব বাজারকে প্রভাবিত করেছে। এই প্রস্তাবে ডিএসই ও সিএসইর কাছে করের আওতা বাড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বীমা করার সময় গ্রহীতা ই-টিন বাধ্যতামূলকের প্রস্তাব রাখা হয়। শেয়ারবাজার থেকেও কর আদায় বাড়ানোর প্রস্তাবও দেয়া হয়। মূলত এই কারণেই দিনটিতে শেয়ারবাজারে বড় ধরনের বিক্রির চাপ দেখা গেছে। এই চাপ শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। জানা গেছে, সকালে সূচকের কিছুটা উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫২ পয়েন্টে। যা ৩ মাস ৬ দিন বা ৬৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর চেয়ে কমে অবস্থান করছিল ডিএসইএক্স। ওইদিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৯ ও ১৯৪৭ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৩৬ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৯ কোটি টাকা বেড়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১২ কোটি টাকার। এদিন ডিএসইতে ৩৪৬ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪টির বা ১৬ শতাংশের, শেয়ার দর কমেছে ২৬৪টির বা ৭৬ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৫৪ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ৭১ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং ১৭ কোটি ২৫ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন। লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ফরচুন সুজ, ন্যাশনাল পলিমার, মুন্নু জুট স্টাফলার্স, ব্র্যাক ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। সিএসইতে ৭৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×