ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিয়াঙ্কাকে ‘স্কার্ট ওয়ালি বাই’ বললেন বিজেপি নেতা

প্রকাশিত: ১১:৫৫, ৪ এপ্রিল ২০১৯

প্রিয়াঙ্কাকে ‘স্কার্ট ওয়ালি বাই’ বললেন বিজেপি নেতা

কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন এক বিজেপি নেতা। মঙ্গলবার মিরাটের এক জনসভায় বিজেপি নেতা জয়করণ গুপ্ত প্রকাশ্য প্রিয়াঙ্কাকে ‘স্কার্ট ওয়ালি বাই বলে সম্বোধন করেন। জনসভায় শ শ মানুষের সামনে জয়করণ গুপ্ত আরও বলেন, একজন কংগ্রেস নেতা গলা উঁচু করে জিজ্ঞাসা করেন, আচ্ছে দিন দেখেছেন? যখন স্কার্ট ওয়ালি বাই শাড়ি পরে মন্দিরে যান, তখন আর আচ্ছে দিন দেখা যায় না।’ তিনি কংগ্রেসকে কটাক্ষ করে আরও মন্তব্য করেন, ‘যারা আগে গঙ্গাকে এড়িয়ে যেত, তারাই আজ সেই গঙ্গাকে পবিত্র বলে মনে করছে।’ খবর এনডিটিভি অনলাইনের। প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে পা রাখার কিছুদিন পর থেকেই তাকে ঘিরে নানা ধরনের কটু মন্তব্য ছুঁড়ছে বিজেপি শিবির। কৈলাশ বিজয়বর্গী নামে অপর এক বিজেপি নেতা বলেন, নেতার অভাব পড়েছে বলে সুন্দর মুখ এনে প্রচার করতে চাইছে কংগ্রেস। তার এ কথার পাল্টা জবাব দিতে ছাড়েনি কংগ্রেসও। কৈলাশ বিজয়বর্গীর মন্তব্যের জবাবে মধ্যপ্রদেশের মন্ত্রী সজ্জন সিং বলেন, ‘এটা বিজেপির দুর্ভাগ্য যে ওদের দলে প্রিয়াঙ্কা গান্ধীর মতো কোন সুন্দরী নেত্রী নেই। শুধু এক হেমা মালিনীই রয়েছেন। আর ভোটের আগে তাকে দিয়ে ক্লাসিক্যাল ডান্স করিয়ে প্রচার চালায় বিজেপি।
×