ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে ১৪ ঘণ্টা বিদ্যুত বিভ্রাট

প্রকাশিত: ১১:৫৩, ৪ এপ্রিল ২০১৯

নোয়াখালীতে ১৪ ঘণ্টা বিদ্যুত বিভ্রাট

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩ এপ্রিল ॥ কোম্পানীগঞ্জ উপজেলায় ১৪ ঘণ্টা বিদ্যুত বিভ্রাট হয়েছে। এতে এলাকার মানুষের মাঝে দুর্ভোগ দেখা দেয়। মঙ্গলবার রাত ৮টায় বৃষ্টি শুরু হলে বিদ্যুত বিভ্রাট শুরু হয়। রাত ১টায় ১০মিনিটের জন্য বিদ্যুত আসলেও বুধবার সকাল ১০টা পর্যন্ত বিদ্যুত না থাকায় চরম দুর্ভোগে পড়ে হাসাপাতালে থাকা রোগী, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অফিসগামী লোকজনসহ নানা পেশার মানুষ। -খবর নিয়ে জানা যায়, এ সময় মোবাইল ব্যবহারকারীদের অধিকাংশ সেটগুলোতে চার্জ না থাকায় ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে। বসুরহাট বিদ্যুত অফিসের সঙ্গে যোগাযোগ করলে ঝড়কে দায়ী করেছেন তারা। বুধবার সকাল ১০টায় এসে ঘণ্টাখানেক বিদ্যুত থাকলেও আবারও ২ঘণ্টার বিদ্যুত বিভ্রাট শুরু হয়। গত কয়েকদিন বিদ্যুতের এমন অবস্থা পর্যবেক্ষণ করে দেখা যায় ঘন ঘন বিদ্যুত বিভ্রাটের ফলে বৃহৎ এ এলাকার মানুষের ব্যবহৃত ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমন : কম্পিউটার, ফ্রিজ, এসি, টিভি, ফ্যান, লাইট ইত্যাদি নষ্ট হয়ে পড়ার উপক্রম হয়েছে। বসুরহাট বিদ্যুত অফিসের আবাসিক প্রকৌশলী রফিক আহমেদ বলেন, লাইনে ফল্ট ছিল। বিকল্প পদ্ধতিতে বিদ্যুত চালু করা হয়েছে। এতে কোন জায়গায় বিদ্যুত লো-ভোল্টেজে ছিল। এছাড়াও রাতে ফেনীতে ব্যাপক ঝড় হয়েছে। কোম্পানীগঞ্জে বিদ্যুত সরবরাহ ফেনী থেকে হয়। ফলে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে।
×