ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল শুরু

প্রকাশিত: ১১:৫২, ৪ এপ্রিল ২০১৯

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল শুরু

সংসদ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসবে আগামী ২৪ এপ্রিল। ওই দিন বিকেল ৫ টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন বলে বুধবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, ওই দিন সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত হবে। এই অধিবেশনটি সর্বোচ্চ ৫দিন চলতে পারে। কারণ আগামী জুনে বাজেট অধিবেশন বসবে। আগামী ১৩ জুন সংসদে বাজেট পেশ করা হবে। এর আগে ১১ জুন বাজেট অধিবেশন বসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ‘উন্নয়ন ভাবনায় পর্যটক বিষয়ে কর্মশালা উদ্বোধন স্টাফ রিপোর্টার ॥ পর্যটন শিল্পের উন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মহিবুল হক। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োাজিত ‘উন্নয়ন ভাবনায় পর্যটন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সচিব বলেন, আমাদের যে সমস্ত পর্যটন স্পট আছে তা এখনও দেশী ও বিদেশী পর্যটকদের কাছে পূর্ণরূপে তুলে ধরা যায়নি। আমাদের পর্যটন স্পটগুলোকে পর্যটকদের কাছে তুলে ধরতে মন্ত্রণালয়ের পাশাপাশি সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে কাজ করছি। আমাদের অন্যতম পর্যটন স্পট বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কে নিয়ে আমরা মাস্টার প্ল্যান তৈরি করেছি। সুন্দরবনের কাছে পর্যটন বিকাশে একটি নিবিড় পর্যটন অঞ্চল তৈরি করা হবে।
×