ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রমোদতরী ‘আরভি বেঙ্গল গঙ্গা’ ঢাকার উদ্দেশে বরিশাল ছাড়বে আজ

প্রকাশিত: ১১:৫২, ৪ এপ্রিল ২০১৯

প্রমোদতরী ‘আরভি বেঙ্গল গঙ্গা’ ঢাকার উদ্দেশে বরিশাল ছাড়বে আজ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ ৭০ বছর পর নৌপথে কলকাতা-ঢাকা যাত্রীবাহী ক্রুজ পরিষেবা চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় কলকাতা থেকে গত ২৯ মার্চ ঢাকার উদ্দেশে ১৯ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে প্রমোদতরী ‘আরভি বেঙ্গল গঙ্গা’। ৩ এপ্রিল বেলা ১টা ২৫ মিনিটে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন জেটিতে নোঙর করা প্রমোদতরীতে থাকা পর্যটকরা বুধবার সারাদিন বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে আজ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। প্রমোদতরীতে বাংলাদেশে ভ্রমণ করতে পেরে পর্যটকরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিদেশী পর্যটক মি. আন্দ্রিয়া জানান, এটা খুবই ভাল এবং রোমাঞ্চকর যাত্রা হয়েছে। খুব ভাল লাগছে দীর্ঘ ৭০ বছর পর দুই দেশের মধ্যে শুরু হওয়া নৌপথের প্রথম যাত্রার যাত্রী হতে পেরে। ইমিগ্রেশন প্রসেসসহ সবকিছু খুব তাড়াতাড়ি ও সুন্দরভাবে হয়েছে। অপর পর্যটক নমরিতা বানসাল বলেন, এই যাত্রাটা একটু অন্যরকম অভিজ্ঞতা এনে দিয়েছে।
×