ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নৌপথ ও নৌযান বিশেষ চালিকাশক্তি’

প্রকাশিত: ১১:৫১, ৪ এপ্রিল ২০১৯

‘দেশের আর্থ-সামাজিক  উন্নয়নে নৌপথ ও নৌযান বিশেষ চালিকাশক্তি’

ঢাকার সিরডাপ মিলনায়তনে বুধবার নৌ নিরাপত্তা সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নৌপথ ও নৌযান বিশেষ চালিকাশক্তি হিসেবে কাজ করে। এজন্য অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ও মালামালের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচ্য। বর্তমান সরকারের গতিশীল ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ‘উন্নয়নের রোল মডেল’। নৌ শিল্পের বিকাশ তথা নৌপথের উন্নয়নে বর্তমান সরকার বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছে এবং নিরাপদ নৌযান নির্মাণ ও নৌযানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করে নৌপথের যাত্রীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। প্রধান আলোচক ছিলেন ডক্টর মোঃ রিয়াজ হাসান খন্দকার। আরও আলোচক ছিলেন কমান্ডার মাহবুব-উল-ইসলাম, শেখ মুহাম্মদ মারুফ হাসান, অধ্যাপক মীর তারেক আলী ও সৈয়দ আরিফুল ইসলাম। - বিজ্ঞপ্তি
×