ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণের চূড়ান্ত শুনানি ১০ এপ্রিল

প্রকাশিত: ১১:৩৫, ৪ এপ্রিল ২০১৯

ক্ষতিপূরণের চূড়ান্ত শুনানি ১০ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় সরকারী তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে চূড়ান্ত শুনানি ১০ এপ্রিল। রিটকারী আইনজীবীর আবেদনের কারণে এ দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর নিহতের ঘটনায়, তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপীল করেছে বাস মালিক। বুধবার সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে। তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়ে চূড়ান্ত শুনানি ১০ এপ্রিল। রিটকারী আইনজীবী আবেদন করায় বুধবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ১০ এপ্রিল দিন ঠিক করে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আদালতের আদেশের পর রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, রাজীব মারা যাওয়ার এক বছর পেরিয়ে গেছে। এখনও তার পরিবার ক্ষতিপূরণের অর্থ পায়নি। রাজীবের দুই ভাই এতিমখানায় অসহায় জীবন যাপন করছে। এতিম দুই ভাই যদি ক্ষতিপূরণের টাকা পায়, তাহলে তারা উপকৃত হবে। যে কারণে রুলের শুনানি হওয়া দরকার। এই শুনানির মাধ্যমে উচ্চ আদালত থেকে যে আদেশ আসবে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পরে ওই বছরের ১৬ এপ্রিল মারা যান রাজীব। ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে বাস মালিকের আপীল ॥ রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনায়, তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপীল করেছে বাস মালিক। বুধবার আপীল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, আবেদনের বিষয়টি আপীল বিভাগে চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে। এর আগে গত ২০ মার্চ আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সু-প্রভাত পরিবহনকে নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
×