ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্ট বার

নবনির্বাচিতদের কাছে আজ দায়িত্ব হস্তান্তর

প্রকাশিত: ১১:৩৫, ৪ এপ্রিল ২০১৯

নবনির্বাচিতদের কাছে আজ দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত (২০১৯-২০) কার্যনির্বাহী পরিষদের কাছে আজ বৃহস্পতিবার দায়িত্ব হস্তান্তর করা হবে। এদিকে বিদায়ী সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, দুর্নীতির মামলার দ- নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে প্যারোলের বিষয় নিয়ে তিনি নিজে কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ কোন কথা বলেনি বা আবেদন করেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও তার প্যারোলে মুক্তি বিষয়ে প্রস্তাব দেয়া হয়নি। এদিকে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিসের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ফলে আজ বৃহস্পতিবার তাকে দুদকে হাজির হতে হবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত (২০১৯-২০) কার্যনির্বাহী পরিষদের কাছে আজ বৃহস্পতিবার দায়িত্ব হস্তান্তর করবে আগের কমিটি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সমিতির বিদায়ী ও পুনরায় নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। এর আগে গত ১৩ ও ১৪ মার্চ দুদিনব্যাপী এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ৫ হাজার ৮২১ আইনজীবী। গত ১৫ মার্চ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির হলরুমে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল সম্পাদক পদসহ ৮টি পদে সংখ্যাগরিষ্ঠতা পায়। পাশাপাশি সরকার সমর্থিত প্যানেল সাদা দল সভাপতি পদসহ ৬টি পদে জয়লাভ করে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি, একজনসহ সভাপতি, একজনসহ সম্পাদক পদ ও তিনজন সদস্য পদে জয়ী হয়েছেন। খালেদার প্যারোলে মুক্তির প্রস্তাব কেউ দেয়নি ॥ দুর্নীতির মামলার দ- নিয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে প্যারোলের বিষয় নিয়ে তিনি নিজে কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ কোন কথা বলেনি বা আবেদন করেনি। এমনকি সরকারের পক্ষ থেকেও তার প্যারোলে মুক্তি বিষয়ে প্রস্তাব দেয়া হয়নি বলে দাবি করেছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। বুধবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বর্তমান কমিটির বিদায়ী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদকে নোটিসের কার্যক্রম স্থগিত ॥ জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিসের কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
×