ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোমবার পর্যন্ত সময় দিয়ে কর্মসূচী স্থগিত করলেন ডাকসু ভিপি

প্রকাশিত: ১১:৩০, ৪ এপ্রিল ২০১৯

সোমবার পর্যন্ত সময় দিয়ে কর্মসূচী স্থগিত করলেন ডাকসু ভিপি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ চার দফা দাবি পূরণের জন্য কর্তৃপক্ষকে সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে কর্মসূচী স্থগিত করেছেন ডাকসুর ভিপি নূরুল হক নুর। বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় এসএম হলে হামলার শিকার ফরিদ হাসান, কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান, ফারুক হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান, শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিসহ এই গ্রুপের সমর্থকরা উপস্থিত ছিলেন। ভিপি নুর বলেন, উপাচার্য আমাদের ডেকেছিলেন এবং তিনি সলিমুল্লাহ মুসলিম হলের ঘটনায় বিচার করবেন বলে আশ^স্ত করেছেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছিলাম, সোমবার পর্যন্ত আমরা দেখব, সেজন্য কর্মসূচী স্থগিত করেছি। এর আগে চার দফা দাবিতে কর্মসূচী দিয়েছিলেন তিনি। দাবিগুলো : এসএম হলের ঘটনায় জড়িতদের বহিষ্কার, ছাত্রলীগের ‘কবল’ থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো মুক্ত করা, অছাত্র ও বহিরাগতদের তাড়াতে হলগুলোয় অভিযান পরিচালনা এবং নিয়মিত ছাত্রদের হলের সিটগুলোয় থাকার ব্যবস্থা করা। বৈঠক শেষে বেরিয়ে এসে উপাচার্য আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, এসএম হলের ঘটনায় হলের প্রভোস্ট তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যারা দোষী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি তাদের বলেছি, কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, কেউ অন্যায় করে যাতে পার না পায়, সে বিষয়টা আমরা নিশ্চিত করব। উল্লেখ্য, নিজ কক্ষে মাদক রাখার অভিযোগ এনে সোমবার রাতে পিটিয়ে আহত করার অভিযোগ আসে হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গত ১১ মার্চ অনুষ্ঠিত হওয়া হল সংসদ নির্বাচনে জিএস পদে লড়েছিলেন ফরিদ হাসান। তবে নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। ফরিদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এসএম হলের প্রাধ্যক্ষকে স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগ এবং হল সংসদের নেতাকর্মীর তোপের মুখে পড়েন ভিপি নুর। ভিপি নুর বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মী ও ডাকসুর ভিপি প্রার্থী অরণী সেমন্তি খান এবং শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েক সমর্থককে সঙ্গে নিয়ে এসএম হলে প্রবেশ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার দিকে ডিম ছুড়ে মারেন। প্রায় দুই ঘণ্টা হল প্রাধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন ভিপি নুর। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। তবে প্রশাসনের কাছ থেকে তাৎক্ষণিক সাড়া না মিললেও বুধবার সকাল ৯টার দিকে উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান শিক্ষার্থীদের সামনে আসেন। পরে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ভিসি লাউঞ্জে যান অবস্থানকারীরা। সেখানে প্রায় এক ঘণ্টা উপাচার্যের সঙ্গে বৈঠক করেন নুর ও অন্যরা। বৈঠক শেষে রাজু ভাস্কর্যে এসে সোমবার পর্যন্ত কর্মসূচী স্থগিত করেন নূরুল হক নুর।
×