ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করল বিএসটিআই

প্রকাশিত: ১১:২৩, ৪ এপ্রিল ২০১৯

১৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করল বিএসটিআই

মিটার, সেন্টিমিটারের পরিবর্তে গজ-কাঠি ব্যবহার করে ওজন ও পরিমাপ মানদ- আইন লঙ্ঘন করায় বুধবার ঢাকা মহানগরীর ইসলামপুর বাজার এলাকায় বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ১৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। উক্ত ১৩ প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স এ প্লাস রাজবধূ প্রিন্ট শাড়ি, মেসার্স ডিসেন্ট লুঙ্গি, মেসার্স হাসান ব্রাদার্স, মেসার্স নাঈম টেক্সটাইল, মেসার্স অমিত ট্রেডার্স, মেসার্স আলিফ ট্রেডিং, মেসার্স জননী বস্ত্রালয়, মেসার্স নূর টেক্সটাইল, মেসার্স পাকিজা ফেব্রিক্স কালেকশন, মেসার্স নিউ ওরিয়েন্ট ফেব্রিক্স, মেসার্স মামুন টেক্সটাইল ও মেসার্স অনুসন্ধান লুঙ্গির কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ-কাঠির ব্যবহার, ক্যাশমেমোতে গজের ব্যবহার এবং কাপড়ের লেবেলে ফুট, ইঞ্চি ও হাত এককে পরিমাপ ঘোষণা করায় ১ শাড়ি, ২ লুঙ্গি জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ অনুযায়ী মামলা দায়ের করা হয়। এছাড়াও একই এলাকার মেসার্স আমানিয়া বেকারির পাউরুটি, কেক ও চানাচুরের মোড়কে ওজন, মূল্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। -বিজ্ঞপ্তি।
×