ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিশুখাদ্য নকল ও মেয়াদ বাড়ানোর অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১০:৫৮, ৪ এপ্রিল ২০১৯

শিশুখাদ্য নকল ও মেয়াদ বাড়ানোর অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ চীন থেকে আনা নিম্নমানের চকোলেট থাইল্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বাজারে ছাড়া হচ্ছে। এ ছাড়া বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের শিশুখাদ্য নকল করা ও মেয়াদ বাড়ানোর অভিযোগে গুলশানের তিন প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা ও দুজনকে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ আদেশ প্রদান করেন। এ সময় থাইল্যান্ডের নামকরা বিভিন্ন শিশুখাদ্য ও চকোলেট কোম্পানির লেভেল, প্যাকেট ও মূল্যের স্টিকার উদ্ধার করা হয়। কয়েক বছর ধরেই এভাবে রাজধানীর বড় বড় শপিং মলে এসব পণ্য বাজারজাত করা হচ্ছিল । এমন কিছু অভিযোগ হাতে নিয়েই মাঠে নামে র‌্যাব। জানা গেছে, গুলশান ১-এর ৭ নম্বর রোডের মাওলা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ভিনেগার, সস, আচার ও অন্যান্য শিশুখাদ্যের মেয়াদোত্তীর্ণ হবার পর আবার তা বাড়ানো হয়। পণ্যের মোড়কে আলাদা লেবেল এঁটে দিয়ে ক্রেতাকে প্রতারিত করা হয়। এজন্য প্রতিষ্ঠানকে ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মাইনুলকে এক বছরের কারাদ- প্রদান করা হয়। একইভাবে পাশের জেকে ট্রেডার্স নামের অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে থাইল্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের চকোলেটের লেবেল লাগানো হচ্ছে চীন থেকে আমদানিকৃত নিম্নমানের চকোলেটের প্যাকেটে। হাতেনাতে এ ধরনের ভেজাল ও জালিয়াতি করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক রাশেদকে এক বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়। সারওয়ার আলম জানান, এ ধরনের আরও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নজরদারি চলছে। যে কোন সময় অভিযান চালানো হবে।
×