ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাবিতে বাংলাদেশ ভারতের ২৪ উপাচার্যের সম্মেলন

প্রকাশিত: ১০:৫৮, ৪ এপ্রিল ২০১৯

শাবিতে বাংলাদেশ ভারতের ২৪ উপাচার্যের সম্মেলন

বিডিনিউজ ॥ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভারত-বাংলাদেশের ২৩ বিশ্ববিদ্যালয়ের মোট ২৪ জন উপাচার্য ও আচার্যকে নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আগামী শনিবার। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা প্রশাসনিক কার্যক্রমের তথ্য বিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচিত করতে দুই দেশের অঞ্চল পর্যায়ের বিশ্ববিদ্যালয়-গুলোকে নিয়ে প্রথমবারের মতো এমন আয়োজন করেছি।’ ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলর’ শিরোনামের এই সম্মেলনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন আচার্য এবং বাংলাদেশের সিলেট অঞ্চলের আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অংশগ্রহণ করবেন বলে উপাচার্য জানান। উদ্বোধনী অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্ব এবং শিক্ষামন্ত্রী দীপু মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। উপাচার্য আরও জানান, ‘দ্য কনভেনশন’ শিরোনামের মূল আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সম্মেলনে উচ্চশিক্ষা, মৌলিক গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম এবং শিক্ষাপ্রশাসন নিয়ে মতবিনিময় হবে।
×