ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে ছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১০:৫৭, ৪ এপ্রিল ২০১৯

গফরগাঁওয়ে ছাত্রকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৩ এপ্রিল ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে আলফাজ (১৩) নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন ও হত্যাকারীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়াইল গ্রামের রুহুল মিয়ার ছেলে ও বড়াইল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলফাজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে গাভীর দুধ বিক্রির জন্য স্থানীয় ছয়বাড়িয়া বাজারের উদ্দেশে যাত্রা করে। ছয়বাড়িয়া গ্রামের মৃত সিরাজ মিয়ার বাড়ির সামনে আসা মাত্র সিরাজ মিয়ার ছেলে ও ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রিফাত (২২) পিছন থেকে বাশের লাঠি দিয়ে আলফাজকে উপর্যুপরি আঘাত করে। এতে শিশু আলফাজ মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয় লোকজন আলফাজকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরে ছয়বাড়িয়া নিজ বাড়ি থেকে হত্যাকারী রিফাতকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে আটকের পর থেকে রিফাত মানসিক ভারসাম্যহীন আচরণ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। কিন্তু শুনেছি হামলাকারী রিফাত সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে এবং হত্যাকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক রিফাতের ব্যাপারে তিনি বলেন ডাক্তারি পরীক্ষা ছাড়া হত্যাকারী মানসিক ভারসাম্যহীন এটা বলা যাবে না।
×