ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তির পর দেশে গণতন্ত্র ফিরে আসবে ॥ ফখরুল

প্রকাশিত: ১০:৫৭, ৪ এপ্রিল ২০১৯

খালেদা জিয়ার মুক্তির পর দেশে গণতন্ত্র ফিরে আসবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দুর্বার আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করা হবে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার মুক্তির পর দেশে গণতন্ত্র ফিরে আসবে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ‘৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, খালেদা জিয়া মুক্ত হলে জনগণের উত্তাল তরঙ্গ রুখে দেয়ার সামর্থ্য বর্তমান সরকারের থাকবে না। তাই সরকার খালেদা জিয়াকে ভয় পায়। আর এ কারণেই খালেদা জিয়াকে সুচিকিৎসা ও মুক্তি দিতে চায় না। কিন্তু তাকে আর বেশিদিন আটকে রাখা যাবে না। মুক্তি দিতে বাধ্য হবে সরকার। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, দলের ওপর অনেক ঝড় গেছে, বারবার আঘাত এসেছে, তার পরও বিএনপি উঠে দঁাঁড়িয়েছে। জনগণের দল বিএনপি দিন দিনই শক্তিশালী হয়েছে। তাই যত ষড়যন্ত্রই হোক বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। দেশ সঙ্কটকাল অতিক্রম করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ এ সঙ্কট শুধু বিএনপির নয়। এ সঙ্কট জাতির ও রাষ্ট্রের। কারণ এই রাষ্ট্র থেকে গণতন্ত্র নির্মূল করতে সকল আয়োজন সম্পন্ন করেছে সরকার। এ ছাড়া সরকার বিরাজনীতি করণের চেষ্টা করছে। তবে এ পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি এগিয়ে যাবে। অল্প সময়ের মধ্যেই বিএনপি আবার ঘুরে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। তবে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিকভাবেই অঙ্গসংগঠনগুলোকে পুনর্গঠিত করতে এবং সাংগঠনিক জেলাগুলোকে সক্রিয় করতে কাজ শুরু করেছেন। তিনি বলেন, বিএনপি সেই দল, যে দলের রাজনীতি হচ্ছে দেশের জনগণের জন্য। তাই এই জনগণের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দলের নেতা হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, জাগপার যুগ্ম মহাসচিব আসাদুর রহমান আসাদ, ডিএলের মহাসচিব সাইফুদ্দিন মনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।
×