ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ

প্রকাশিত: ১৩:৫১, ৩ এপ্রিল ২০১৯

বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ

আজ বুধবার সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ৪০তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আইনজ্ঞ, বিচারপতি ও চিন্তাবিদ। ১৯১১ সালের ১১ জানুয়ারি মুর্শিদাবাদে তার জন্ম। তার পিতা সৈয়দ আবদুস শাকের এবং মা আফজালুন্নেসা। আফজালুন্নেসা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হকের বোন। প্রধান বিচারপতি থাকাকালে তিনি নিম্ন আদালতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বক্তৃতা, প্রবন্ধ, বিভিন্ন চাঞ্চল্যকর মামলায় দেয়া রায়গুলো আইন ব্যাখ্যার ক্ষেত্রে আজও মূল্যবান বিবেচিত হয়ে থাকে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১০ টায় তার কবরে কোরানখানি ও ফাতেহা পাঠ এবং শুক্রবার বাদ আছর গুলশানে মরহুমের পারিবারিক বাসস্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
×