ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জীবনমান দেখে অভিভূত ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশিত: ১৩:১৩, ৩ এপ্রিল ২০১৯

বাংলাদেশের জীবনমান দেখে অভিভূত ব্রিটিশ হাইকমিশনার

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। বাসাবাড়িতে টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত পায়খানা, টিনের ঘর, ফসলি জমি ও তাদের উন্নত জীবনমান দেখে আমি অভিভূত। মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের (আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের) ব্র্যাকের হতদরিদ্র পুনর্বাসন কর্মসূচীর সফল বাস্তবায়নের চিত্র দেখে তিনি একথা বলেন। খবর ওয়েবসাইটের। রবার্ট ডিকসন বলেন, যে মানুষগুলো এক সময় একবেলা খেতে পারত না, তারা আজ উন্নত জীবন যাপন করছে। ছেলে-মেয়েকে লেখাপড়া শিখিয়ে সুখী সমৃদ্ধ জীবন গড়ে তুলছে। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে হাঁস-মুরগি, গাভী, মাছ চাষ, সবজি চাষ ও নানা কর্মসূচীর মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আরও বলেন, আমরা চাইব ব্রিটিশ কোম্পানিগুলো আরও বাংলাদেশে বিনিয়োগ করে সহায়তার হাত বাড়িয়ে দিক। বাংলাদেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাক এ কামনাই করি। এ সময় ডিকসনের সফর সঙ্গী ছিলেন- জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মোঃ মুসা, আঞ্চলিক ব্যবস্থাপক রেদওয়ানুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোজিনা হক, জেলা ব্র্যাক প্রতিনিধি লাইলুন নাহার প্রমুখ।
×