ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আশায় বসতি রোবেনের

প্রকাশিত: ১২:১৪, ৩ এপ্রিল ২০১৯

আশায় বসতি রোবেনের

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের নবেম্বরে সর্বশেষ বেয়ার্ন মিউনিখের জার্সিতে খেলেছিলেন আরিয়েন রোবেন। এরপর থেকেই উরুর ইনজুরিতে ভুগছেন হল্যান্ডের এই তারকা উইঙ্গার। তবে জার্মান জায়ান্টদের সঙ্গে ক্যারিয়ারের শেষ মৌসুমে আরও একবার মাঠে নামার বিষয়ে দারুণ আশাবাদী রোবেন। সেটা বরুশিয়া ডর্টমুন্ড কিংবা অন্য যে কোন দলের বিপক্ষেই হোক। আরও একবার প্রিয় দলের জার্সিটাকে গায়ে জড়াতে চান তিনি। এ প্রসঙ্গে ৩৫ বছর বয়সী হল্যান্ডের বেয়ার্ন তারকা রোবেন বলেন, ‘বেয়ার্নের হয়ে এটা আমার শেষ দুই মাস। এই ক্লাবটিতে ১০টা বছর খেলেছি আমি। যে কারণেই আবারও বেয়ার্নের হয়ে খেলতে চাই। প্রিয় দলের জার্সিতে আরও একবার মাঠে নামতে চাই আমি। আমার জন্য এটাই খুব গুরুত্বপূর্ণ। সেটা কোন ম্যাচ হবে তা নিয়ে মোটেও ভাবছি না আমি।’ জার্মান বুন্দেসলিগাার জায়ান্ট ক্লাব বেয়ার্ন মিউনিখের হয়ে দীর্ঘ ১০ বছর খেলেছেন রোবেন। এই সময়ে নিজেকে ক্লাবটির কিংবদন্তি ফুটবলারের তালিকায় নিয়ে গেলেন তিনি। ৩০৫ ম্যাচে প্রতিনিধিত্ব করে প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ১৪৩ গোল। এই সময়ে জিতেছেন ১১টি শিরোপাও। তবে শেষ ইচ্ছেটা কী পূরণ হবে তার? রোবেন নিজেও জানেন না তা! কেননা, এখনও যে তার সুস্থতার বিষয়টা নিশ্চিত করে বলতে পারেননি রোবেন। তবে জানালেন, দলের সঙ্গে অনুশীলন না করলেও তিনি এখন সুস্থ হওয়ার পথে। এ প্রসঙ্গে রোবেন বলেন, ‘কখন পুরোপুরি ফিট হতে পারব তা এখনও জানি না আমি। সুস্থ হওয়ার পথে রয়েছি কিন্তু এখনও দলের সঙ্গে অনুশীলন করতে পারছি না আমি। আমার ধারণা, আরও কিছুটা সময় লাগবে।’ বুন্দেসলিগায় গত অর্ধযুগেরও বেশি সময় ধরে একক রাজত্ব করছে বেয়ার্ন। তবে এই মৌসুমের শুরু থেকেই কঠিন সময় পার করছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শুরুর সেই ধাক্কা সামলিয়ে ক্রমেই ভাল অবস্থানে উঠে এসেছে বেয়ার্ন। তাছাড়া দল গঠনেও বেশ সতর্ক তারা। গত সপ্তাহে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে এ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্সের ডিফেন্ডার লুকাস হার্নান্দেজকেও দলে নিয়েছে বেয়ার্ন মিউনিখ। ক্লাব সূত্র থেকে জানা যায়, ২৩ বছর বয়সী বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার ৮০ মিলিয়ন ইউরোর (৯০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে এবারের গ্রীষ্মে যোগ দেবেন বেয়ার্নে। এক বিবৃতিতে বেয়ার্ন জানায়, পাঁচ বছরের এই চুক্তি আগামী ১ জুলাই থেকে শুরু হবে। ৮০ মিলিয়ন ইউরো ফি হার্নান্দেজকে বেয়ার্নের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত করেছেন। মিডফিল্ডার কোরেনটিন টোলিসোকে গত মৌসুমে দলে নিতে বেয়ার্ন যা দিয়েছিল তার চেয়ে হার্নান্দেজের এই পারিশ্রমিক প্রায় দ্বিগুণ। এছাড়া বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার হিসেবেও হার্নান্দেজ ইতিহার সৃষ্টি করলেন। এ সম্পর্কে বেয়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিডিজ বলেন, ‘শেষ পর্যন্ত লুকাস হার্নান্দেজকে দলে নেয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ায় আমরা দারুণ খুশি। সে একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য। একইসঙ্গে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। সে সেন্ট্রাল ডিফেন্স ও লেফট-ব্যাকেও খেলতে পারে। নিঃসন্দেহে হার্নান্দেজের আগমনে আমাদের দলীয় শক্তি বৃদ্ধি পাবে। চমৎকার সব ফ্রেঞ্চ খেলোয়াড়ের আমাদের ক্লাবে খেলার যে ঐতিহ্য আছে তা সে ধরে রাখতে পারবে বলে আমি আশাবাদী।’
×