ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএফসি কাপে প্রতিপক্ষ স্বাগতিক নেপালের মানাং মার্শিয়াংদি

আজ জয় প্রত্যাশা আবাহনীর

প্রকাশিত: ১২:০৫, ৩ এপ্রিল ২০১৯

আজ জয় প্রত্যাশা আবাহনীর

রুমেল খান ॥ ১২ ম্যাচে ২টি জয়, ২টি ড্র, ৮ হার, ৯ স্বপক্ষ গোল, ২২ বিপক্ষ গোল ... ২০১৭ ও ২০১৮ সালে এএফসি কাপে ঢাকা আবাহনী লিমিটেডের পারফর্মেন্স। খুবই হতাশাজনক কোন সন্দেহ নেই। সবচেয়ে বড় হতাশার ব্যাপার হচ্ছেÑ এই দুটি আসর খেলে একবারও দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি তারা, বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই। এবার সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে বদ্ধপরিকর ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে আজ বিকেল সোয়া ৩টায় আনফা কমপ্লেক্সে ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে তারা মোকাবেলা করবে স্বাগতিক নেপালের মানাং মার্শিয়াংদি ক্লাবের। প্রথম ম্যাচটি জয় দিয়েই শুভসূচনা করতে চায় ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ বাহিনী। ৪৭ বছর বয়সী আবাহনী মোট ৩৬টি ট্রফি করায়ত্ত করেছে। পক্ষান্তরে ৩৭ বছর বয়সী মানাং জিতেছে ২৪টি। এএফসি কাপে এর আগে ১২ ম্যাচ খেলে যে দুটিতে জিতেছিল আবাহনী, সে দুটি জয়ই ছিল ভারতীয় ক্লাবের বিরুদ্ধে। প্রথম জয়টি ছিল ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ২০১৭ আসরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে তাদের ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। পরের বছর আইজল ফুটবল ক্লাবকে তাদের মাটিতেই (গুয়াহাটির ইন্ধিরা গান্ধী এ্যাথলেটিক স্টেডিয়ামে) ৩-০ গোলে হারায় আকাশী-নীল শিবির। ২০১৭ আসরে গ্রুপে চার দলের মধ্যে তলানিতে থাকলেও ২০১৮ আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া আবাহনী। দেশের মাটিতে বাঘ, বিদেশের মাটিতে বেড়াল... আবাহনীর বেলায় যেন এই প্রবাদটি ফলে যায়। সেই অপবাদ থেকে বের হয়ে আসতে মরিয়া তারা। এ জন্য জোর অনুশীলন করেছে তারা। ‘মানাজি’ খ্যাত মানাং মার্শিয়াংদি ক্লাবের বিরুদ্ধে ম্যাচটি হবে টার্ফে। এ জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দেশে থাকতেই আবাহনী প্র্যাকটিস করে ঢাকার কমলাপুরের শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে। দলের শক্তিমত্তা বাড়াতে এক বিদেশী বদলে আরেকজনকে নিয়েছে আবাহনী ম্যানেজমেন্ট। তার নাম ওয়েলিংটন প্রিয়রি। ব্রাজিলিয়ান এই ফুটবলারের অভিজ্ঞতা আছে ভারতের আইএসএল লীগে খেলার। নতুন যোগ হওয়া এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য এটি অন্যরকম পরীক্ষাও বটে। ওয়েলিংটন খেলবেন জাপানী মিন হাইয়োক কোর স্থানে। এছাড়া ইনজুরির কারণে ডিফেন্ডার তপু বর্মণ যেতে পারেননি নেপালে। ওয়েলিংটন ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) ২০১৬ ও ২০১৮ সালে খেলেছেন নর্থইস্ট ইউনাইটেড ও জামসেদপুর এফসিতে। সর্বশেষ তিনি ছিলেন মালয়েশিয়ান ক্লাব পার্সিল নর্দান লায়ন্সে। ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার আরও খেলেছেন নিজ শহর সাও পাওলোর দল বোতাফোগো ফুটবল ক্লাবে। আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লিচিনো গারেইরো আশাবাদী দলে বাড়তি শক্তির যোগান দেবেন ওয়েলিংটন। প্রিমিয়ার লীগে ২২ গোল করা আবাহনীর তিন প্রতিভাবান ফুটবলার সানডে, বেলফোর্ট আর জীবনের সঙ্গে যোগ হয়ে নতুন এই ফুটবলার ঘুরিয়ে দিবেন আবাহনীর ভাগ্যÑ এমনটাই ভাবছেন আবাহনীর সমর্থকরা। নেপাল যাবার আগে প্রতিপক্ষ দলটি নিয়ে গবেষণা করে গেছেন আবাহনীর কোচিং স্টাফরা। শিষ্যদের ম্যাচ ভিডিও দেখিয়ে পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন মারিও। নিজেদের প্রথম এ্যাওয়ে ম্যাচে জয় পেলেই পরের ম্যাচগুলো সহজ হয়ে যাবে বলে মনে করছেন দলের কোচ এবং অধিনায়ক এবং ম্যানেজার। এক সময় এশিয়ার ক্লাবগুলো নিয়ে তিনটি টুর্নামেন্ট আয়োজন করতো এএফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ, এএফসি কাপ ও এএফসি প্রেসিডেন্টস কাপÑ এই তিনটির মধ্যে বাংলাদেশের ক্লাবগুলোর সুযোগ হতো প্রেসিডেন্টস কাপে। ২০০৮ সাল থেকে এএফসির ক্লাব টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে এএফসি প্রেসিডেন্টস কাপ। নিচের সারির ক্লাবগুলো প্রথমে এএফসি কাপের গ্রুপপর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হয় নকআউট পর্বের। এবারের প্রতিযোগিতায় গ্রুপপর্বে এশিয়ার ৩৬ লীগ শিরোপাধারী দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে ৪টি করে দল। এই দলগুলোকে আবার ৫টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হলো : পশ্চিম, মধ্যম, দক্ষিণ, পূর্ব ও আসিয়ান অঞ্চল। পশ্চিম ও আসিয়ান অঞ্চলের মধ্যে ৬টি গ্রুপসহ মধ্যম, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ১টি করে ৩টি নিয়ে মোট ৯টি গ্রুপ। দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে পড়েছে আবাহনী। পরিসংখ্যানের নিরিখে বয়স-অভিজ্ঞতায় মানাংয়ের চেয়ে এগিয়ে আবাহনী, সেটাকে কাজে লাগিয়ে আজ তারা জিতে শুভসূচনা করতে পারবে তো? ঢাকা আবাহনী লিমিটেড ॥ শহীদুল আলম সোহেল, নাঈম মিয়া, সুলতান আহমেদ শাকিল, রায়হান হাসান, ওয়ালী ফয়সাল, টুটুল হোসেন বাদশা, মামুন মিয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, জুয়েল রানা, আতিকুর রহমান ফাহাদ, ইমতিয়াজ সুলতান জিতু, ওয়েলিংটন কিরিনো প্রিয়রি (ব্রাজিল), নাবিব নেওয়াজ জীবন, রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, সানডে চিজোবা (নাইজিরিয়া), মাসিহ্ সাইঘানি (আফগানিস্তান), কারভেন্স ফিলস্ বেলফোর্ট (হাইতি)।
×