ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএসএফের গুলিতে নিহত দুই

প্রকাশিত: ১১:৪২, ৩ এপ্রিল ২০১৯

বিএসএফের গুলিতে নিহত দুই

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে সেনারুল (২৪) ও মিলন (২৩) নামে দুই বাংলাদেশী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। নিহত সেনারুল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে এবং মিলন একই উপজেলার তারাপুর ম-লপাড়ার মৃত বেলাল আলী কালুর ছেলে। স্থানীয়রা জানায়, সেনারুল মঙ্গলবার রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় বিএসএফ গুলি করলে সে আহত হয়। এ সময় তার সঙ্গীরা সেনারুলকে তার বাড়িতে পৌঁছে দিলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। রোহিঙ্গাদের ৭ কোটি ডলার দেয়ার প্রস্তাব জনকণ্ঠ ডেস্ক ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অব্যবহৃত প্রায় ৭০ মিলিয়ন (৭ কোটি) মার্কিন ডলারের তহবিল কক্সবাজারের টেকনাফ ও চকোরিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানান্তরের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাত করে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল এ প্রস্তাব দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নগর উন্নয়ন ম্যানেজার ক্যাটালিনা মেরুল্যান্ডা। সাক্ষাতকালে বাংলাদেশে বিশ্বব্যাংকের বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে তারা কথা বলেন। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। - ওয়েবসাইট
×