ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএসটিআইর অভিযানে তিন মাসে ৪২ হাজার পানির জার ধ্বংস

প্রকাশিত: ১১:৪১, ৩ এপ্রিল ২০১৯

বিএসটিআইর অভিযানে তিন মাসে ৪২ হাজার পানির জার ধ্বংস

সরকার নির্ধারিত বিএসটিআইর ১৮১ বাধ্যতামূলক পণ্যের মধ্যে শুধু পানির বিষয়ে গত তিন মাসে (জানুয়ারি-মার্চ), ৭৫ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব অভিযানে প্রায় ৪২ হাজার নোংরা ও নন ফুডগ্রেড পানির জার ধ্বংস এবং ৩৬ প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ করা হয়েছে। মঙ্গলবার তেজগাঁওয়ের বিএসটিআইর প্রধান কার্যালয়ে ‘বাজারে নিরাপদ খাবার পানি নিশ্চিতকরণে উৎপাদনকারীদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসটিআইর মহাপরিচালক এ তথ্য জানান। সেমিনারে বক্তব্য রাখেন বিএসটিআইর পরিচালক (সিএম) প্রকৌশলী এস এম ইসহাক আলী প্রমুখ। -বিজ্ঞপ্তি প্লাস্টিক খেয়ে আবারও তিমির মৃত্যু জনকণ্ঠ ডেস্ক ॥ সাগরে ফেলা প্লাস্টিক বর্জ্য খেয়ে আবারও মৃত্যু হয়েছে এক তিমির। গত সপ্তাহে ইতালির সার্ডিনিয়া সৈকতের কাছে ভেসে আসা ওই মৃত তিমির পেটে মিলেছে ২২ কেজি পাস্টিক। দেশটির পরিবেশ মন্ত্রাণালয় ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর এক মাস আগে ফিলিপাইন উপকূলে ভেসে আসা একটি মৃত তিমির পেট থেকে বের করা হয়েছিল ৪০ কেজি প্লাস্টিক। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রেসিডেন্ট লুকা বিটাও বলেন, কী ছিল না তিমিটির পেটে! জঞ্জালের ব্যাগ, মাছ ধরার জাল, পাইপ, এমনকি ওয়াশিং মেশিনের ব্যাগ যার বারকোড আর ব্র্যান্ড-নামটিও অটুট রয়েছে। আরও অনেক কিছু রয়েছে, যা এখনও চিহ্নিত করা যায়নি। তিনি জানান, প্রায় ৮ মিটার লম্বা তিমিটি অন্তঃসত্ত্বা ছিল। তবে ওই উপকূলে আছড়ে পড়ার বেশ কিছু আগে গর্ভস্থ ভ্রƒণটি মারা যায়। -টেলিগ্রাফ
×