ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ড

ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে

প্রকাশিত: ১১:৪১, ৩ এপ্রিল ২০১৯

ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার চুড়িহাট্টায় ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনের মালিকের দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি শেষে ওয়াহেদ ম্যানশনের দুই মালিক মোঃ হাসান ও সোহেল ওরফে শহীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা সম্পর্কে দুই ভাই। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান। এদিন হাইকোর্টের দেয়া তিন সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১১ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের তিন সপ্তাহের আগাম জামিন দেন। জামিনের মেয়াদ শেষে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩২ মিনিটে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ের ওয়াহেদ ম্যানশনসহ আশেপাশের পাঁচটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ ৭১ দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪১ জন। এ ঘটনায় নিহত জুম্মন নামে এক ব্যক্তির ছেলে আসিফ বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান ও সোহেল ওরফে শহীদকে এ মামলায় আসামি করা হয়েছে। এছাড়া আসামির তালিকায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি রয়েছেন। চকবাজারে ভয়াবহ এই ঘটনার পর আগুনের সূত্রপাত ও অন্যান্য কারণ অনুসন্ধান করতে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিস্ফোরক পরিদফতর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে পাঁচটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
×