ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের বাজারে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রেডমি-৭

প্রকাশিত: ১১:৩৭, ৩ এপ্রিল ২০১৯

দেশের বাজারে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রেডমি-৭

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বাজারে রেডমি সিরিজের দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। গতকাল রাজধানীর একটি হোটেলে ‘রেডমি ৭’ ও ‘রেডমি নোট ৭’ নামের ডিভাইস দুটি উন্মোচন করা হয়। রেডমি নোট ৭-এর ৩ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট রম সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা, ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট রম সংস্করণের দাম ১৯ হাজার ৯৯৯ এবং ৪ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট রম সংস্করণের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে রেডমি ৭-এর ২ গিগাবাইট র‌্যাম ও ১৬ গিগাবাইট রম সংস্করণের দাম ১১ হাজার ৯৯৯ টাকা, ৩ গিগাবাইট র‌্যাম ও ৩২ গিগাবাইট রম সংস্করণের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা। ৪ এপ্রিল থেকে ডিভাইস দুটি আকর্ষণীয় অফারসহ দারাজ ডটকমে পাওয়া যাবে। শাওমির ডুয়াল-টোন গ্র্যাডিয়েন্ট গ্লাস ডিজাইনের রেডমি নোট ৭ স্মার্টফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।
×