ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীর একদিন পৃথক প্রধানমন্ত্রী পাবে ॥ ওমর আবদুল্লাহ

প্রকাশিত: ১১:৩০, ৩ এপ্রিল ২০১৯

জম্মু ও কাশ্মীর একদিন পৃথক প্রধানমন্ত্রী পাবে ॥ ওমর আবদুল্লাহ

একদিন জম্মু ও কাশ্মীর পৃথক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পাবে বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। সোমবার কাশ্মীরের বানদিপোরে এক নির্বাচনী সমাবেশে আবদুল্লাহ বলেছেন, যারা সংবিধানের ৩৫ এ আর্টিকেল ছেঁটে ফেলার হুমকি দিচ্ছেন তাদের জানা উচিত যে জম্মু ও কাশ্মীর তার প্রধানমন্ত্রী ও ‘সদর ই রিয়াসাত’ পদ ফিরে পাবে। খবর এনডিটিভি। ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার সময় জম্মু ও কাশ্মীর তাদের নিজস্ব ‘সংবিধান ও পরিচয়’ এর শর্ত জুড়ে দিয়েছিল, যা ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৫ হিসেবে সংরক্ষিত আছে। আবদুল্লাহ বলেছেন, আর্টিকেল ৩৫ যদি সংশোধন করা হয় তাহলে ভারতকে জম্মু ও কাশ্মীরের সংযুক্তির বিষয়ে ফের মধ্যস্থতা করতে হবে। সোমবার হায়দরাবাদের এক নির্বাচনী সমাবেশে কংগ্রেসের কাছে তাদের মিত্রের এই মন্তব্য সম্পর্কে ব্যাখ্যা চেয়েছেন মোদি।
×