ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্ধ হচ্ছে কোমোডো আইল্যান্ড

প্রকাশিত: ১০:৫৯, ৩ এপ্রিল ২০১৯

বন্ধ হচ্ছে কোমোডো আইল্যান্ড

বন্যপ্রাণী ভক্তদের কেউ যদি ২০২০ সালে ইন্দোনেশিয়ার কোমোডো আইল্যান্ডে গিয়ে গিরগিটি দেখে সময় কাটাতে চান, তবে তাদের ভ্রমণ পরিকল্পনাতে একটু পরিবর্তন আনতে হবে। কারণ বিখ্যাত এই আইল্যান্ডটি এক বছরের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। বিখ্যাত এ আইল্যান্ডটি পর্যটকদের জন্য এক বছর বন্ধ রাখবে কর্তৃপক্ষ। মূলত কোমোডো ড্রাগনের পাচাররোধ ও সংরক্ষণের উদ্দেশে এ পরিকল্পনা নেয়া হচ্ছে। আইল্যান্ডটি ২০২০ সালের জানুয়ারি থেকে বন্ধ রাখা হবে। কর্তৃপক্ষ কয়েক মাস ধরেই এ আইল্যান্ডটিতে দর্শনার্থী কমিয়ে আনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যা শীঘ্র বাস্তবায়ন হতে পারে। মূলত গত মার্চে এ আইল্যান্ড থেকে ৪১টি কোমোডো ড্রাগন চুরি করে সেগুলোর প্রত্যেকটি ৩৫ হাজার ডলারের বিনিময়ে বিদেশে পাচার করে দেয়ার পর থেকেই আলোচনায় বসছে কর্তৃপক্ষ। আইল্যান্ডটি এক বছরের জন্য বন্ধ রেখে সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে সেখানকার কোমোডো ড্রাগনের সংখ্যা বাড়ানো হবে। সংরক্ষিত এ প্রাণীগুলো বিষাক্ত কামড় এবং বৃহদাকারের জন্য পরিচিত। এগুলো আকারে প্রায় ১০ ফুট পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। আর ওজন হয় ৭০ কেজি পর্যন্ত। -ইয়াহু নিউজ
×