ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীরা যাতে জঙ্গীবাদ মৌলবাদে জড়িয়ে না যায় সেদিকে নজর রাখুন ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১০:৪৮, ৩ এপ্রিল ২০১৯

শিক্ষার্থীরা যাতে জঙ্গীবাদ মৌলবাদে জড়িয়ে না যায় সেদিকে নজর রাখুন ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শুধুমাত্র জিপিএ-৫ পাওয়ার আশা না করে সন্তানদের জীবনভিত্তিক প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, জিপিএ-৫ পাওয়ানোর আশায় অনেক অভিভাবক নিজেদের সন্তানকে প্রকৃত জীবন গড়ার অন্য সব উপাদান গ্রহণ করা থেকে বঞ্চিত করে রাখেন। এতে শিক্ষার্থীর স্বাভাবিকভাবে বেড়ে ওঠা চরমভাবে ব্যাহত হয়। সে জীবনের প্রকৃত স্বাদ পায় না। শিক্ষার অর্থ জ্ঞান অর্জন করা। আর জ্ঞান অর্জনের জন্যই পড়াশোনা। তবে পড়াশোনার সঙ্গে অবশ্যই আনন্দ থাকতে হবে।
×