ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তিন মাসে এক হাজার ২১২ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৬, ৩ এপ্রিল ২০১৯

সড়ক দুর্ঘটনায় তিন মাসে এক হাজার ২১২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় গত তিন মাসের হতাহতের পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে যাত্রী অধিকার আদায়ে নিয়োজিত সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত তিনমাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে এক হাজার ১৬৮। এতে নিহতের সংখ্যা এক হাজার ২১২ জন ও ২ হাজার ৪২৯ জন আহত হয়েছে। নিহতের তালিকায় ১৫৭ নারী ও ২১৫ শিশু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জাতীয় মহাসড়ক, আন্তঃজেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ সারাদেশে এসব প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। বেসরকারী সংগঠন এনসিপিএসআরআর নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য ১০টি কারণ উল্লেখ করা হয়েছে। ২২ বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক, ১০ আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ৩৮৩টি দুর্ঘটনায় ৫৩ নারী ও ৭১ শিশুসহ ৪১১ জনের প্রাণহানি এবং ৭২৫ জন আহত হয়েছে। ফেব্রুয়ারিতে ৪০১টি দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে যথাক্রমে ৪১৫ জন ও ৮৮৪ জন আহত। নিহতের তালিকায় ৫৮ নারী ও ৬২ শিশু রয়েছে। মার্চে ৩৮৪টি দুর্ঘটনায় ৪৬ নারী ও ৮২ শিশুসহ ৩৮৬ জন নিহত ও ৮২০ জন আহত হয়েছে।
×