ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তুর্কী রাষ্ট্রদূতকে স্পীকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখুন

প্রকাশিত: ১০:৪৫, ৩ এপ্রিল ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখুন

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জোরালো ভূমিকা রাখতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক মঙ্গলবার সংসদ ভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে স্পীকার এ আহ্বান জানান। সাক্ষাতকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসন ও ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নবদ্বার উন্মোচন করেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় তুরস্কও রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় এগিয়ে এসেছে। তুরস্কের ফার্স্ট লেডির নেতৃত্বে এক প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করায় স্পীকার তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান।
×