ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব শুরু কাল

প্রকাশিত: ১০:৪৪, ৩ এপ্রিল ২০১৯

সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ দলের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে আগামীকাল বৃহস্পতিবার থেকে পদাতিক নাট্য সংসদের আয়োজনে শুরু হবে সৈয়দ বদরুদ্দীন হোসাইন নাট্যোৎসব। কুড়িটি নাটকে সজ্জিত উৎসবে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদান করা হবে শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী এবং গোলাম সারোয়ারকে। মঙ্গলবার রাজধানীর একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজক নাট্যদল এসব তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দলের অনুষ্ঠান ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দা শামছি আরা সায়কা। এতে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি শেখ মোসলে উদ্দিন রুমু, সাধারণ সম্পাদক মমিনুল হক দিপু, কার্যকরী সদস্য সায়েম সামাদ ও প্রচার ও গণযোগাযোগ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ ও ম. হামিদ। একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে অনুষ্ঠিতব্য উৎসবে ঢাকার ১৪টি, ঢাকার বাইরে দুইটি এবং ভারতের চারটি নাট্যদল অংশ নেবে। ঢাকার দলগুলোর মধ্যে রয়েছে পদাতিক নাট্য সংসদ, প্রাচ্যনাট, স্টেইজ ওয়ান ঢাকা, থিয়েটার বেইলি রোড, বটতলা, নাগরিক নাট্য সম্প্রদায়, ওপেন স্পেশ থিয়েটার, বুনন থিয়েটার, নাট্যম, দৃষ্টিপাত নাট্য সংসদ, নাট্যচক্র, ধ্রুপদী এ্যাকটিং স্পেশ, শূন্যন রেপার্টরি থিয়েটার ও বাতিঘর। ঢাকার বাইরের দলগুলোর মধ্যে রয়েছে সিলেটের বাংলা থিয়েটার ও মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার। ভারতের দলগুলোর মধ্যে রয়েছে বীজপুর চতুর্থসূত্র, ইশিমিকা দুনিয়া, কশবা অর্ঘ ও আমতা পরিচয়।
×