ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রভাতের কন্ডাক্টর হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

প্রকাশিত: ১০:৪৩, ৩ এপ্রিল ২০১৯

সুপ্রভাতের কন্ডাক্টর হেলপারের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

কোর্ট রিপোর্টার ॥ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর হত্যাকারী ঘাতক সুপ্রভাত বাসের কন্ডাক্টর ও হেল্পার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। আসামিরা হলেন- কন্ডাক্টর মোঃ ইয়াছিন আরাফত (২২) ও হেল্পার মোঃ ইব্রাহিম হোসেন (২১)। গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর কাজী শহীদুল ইসলাম সাত দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাদের আদালতে হাজির করে জবানবন্দী গ্রহণের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী বাসটির কন্ডাক্টরের এবং মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী হেলপারের জবানবন্দী রেকর্ড করে দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত ২৭ মার্চ এ দুই আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটিতে গত ২০ মার্চ সুপ্রভাতের চালক সিরাজুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৮ মার্চ তিনি আদালতে জবানবন্দী দিয়ে কারাগারে রয়েছেন।
×