ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদার অবস্থার উন্নতি

প্রকাশিত: ১০:৪৩, ৩ এপ্রিল ২০১৯

খালেদার অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির একদিন পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন তার স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভাল। এদিকে মঙ্গলবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি আরও বলেন, আল্লাহ যেন আমাদের নেত্রীকে রোগমুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এদিকে দুপুরে গণফোরাম নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে মোকাব্বির খান শপথ নেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মোকাব্বির খান বেইমান ও প্রতারক। শপথ নিয়ে তিনি তার নিজের দলের সঙ্গে, জনগণের সঙ্গে ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রতারণা করেছেন। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীতে অনশন কর্মসূচী পালন করা হবে। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ জিলন মিয়া সরকার মঙ্গলবার দুপুরে খালেদা জিয়াকে দেখার পর সংবাদ সম্মেলন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক। তিনি বলেন, সোমবার দুপুরে খালেদা জিয়া এখানে ভর্তির পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। তিনি আগের দিনের চেয়ে আজকে ভাল। মেডিক্যাল বোর্ডের প্রধান তাকে দেখেছেন। আগের দিন যে ওষুধ দেয়া হয়েছে তা উনি খাচ্ছেন। উনি যে সমস্যা নিয়ে এসেছেন সে অনুযায়ী তাকে ওষুধ দেয়া হয়েছে। তিনি এখন ৬২১ নম্বর কেবিনেই আছেন।
×