ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফার্মগেটে আবাসিক হোটেল থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১০:৪২, ৩ এপ্রিল ২০১৯

ফার্মগেটে আবাসিক হোটেল থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হচ্ছে তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)। মঙ্গলবার বিকেলে স্থানীয় স¤্রাট হোটেলে ৭ম তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার ওসি (তদন্ত) সেন্টু মিয়া জানান, সোমবার স্বামী-স্ত্রী পরিচয়ে দুই শিক্ষার্থী সম্রাট হোটেলের এ-০৮ নম্বর কক্ষ ভাড়া নেয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা বাইরে আসেনি। দরজা ভেতর থেকে বন্ধ দেখে হোটেল কর্তৃপক্ষ থানায় জানায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তেজগাঁও থানা পুলিশ দরজা ভেঙ্গে বিছানার ওপর ওই তরুণ-তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন। তাদের বিছানার পাশে যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই ওষুধ সেবনের কারণে তাদের মৃত্যু হয়েছে। ওসি (তদন্ত) জানান, দু’জনের ব্যাগ থেকে আইডি কার্ড পাওয়া গেছে। তা দেখে তাদের পরিচয় জানা গেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হোটেলের বিছানা থেকে ওই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
×