ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল

কারানের হ্যাটট্রিকে পাঞ্জাবের জয়

প্রকাশিত: ১৪:০৪, ২ এপ্রিল ২০১৯

 কারানের হ্যাটট্রিকে পাঞ্জাবের জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ৮ রান নিতে শেষ ৭ উইকেট হারাল দিল্লী ক্যাপিটালস। বিপরীতে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ স্যাম কারানের হ্যাটট্রিকে জিতে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। সোমবার আইপিএলের একমাত্র খেলায় দিল্লীকে ১৪ রানে হারিয়েছে পাঞ্জাব। খবর ক্রিকইনফোর। ঘরের মাঠ মোহালিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করে ১৬৬ রান। জবাবে চমৎকার ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল দিল্লী। কিন্তু বোলিংয়ে কারান জ্বলে ওঠায় ১৯.২ ওভারে তারা অলআউট হয় ১৫২ রানে। এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পাঞ্জাব। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পাঁচে দিল্লী। ১৬৭ রানের লক্ষ্যে দিল্লীর শুরুটা খারাপ হলেও শিখর ধাওয়ান (৩০) ও শ্রেয়াস আইয়ারের (২৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। তাদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে রান বাড়িয়ে নেন ঋষভ পান্ত ও কলিন ইনগ্রাম। তারা জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন দিল্লীকে। কিন্তু ৩৯ রান করে পান্ত আউট হওয়ার পর সব এলোমেলো। কারানের বোলিং জাদুতে ৮ রান তুললে দিল্লী হারায় শেষ ৭ উইকেট। ইংলিশ পেসার হ্যাটট্রিক পূরণ করে দুর্দান্ত জয় এনে দেন পাঞ্জাবকে।
×