ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগের ঘোষণা আলজিরিয়ার প্রেসিডেন্টের

প্রকাশিত: ১৩:১১, ২ এপ্রিল ২০১৯

  পদত্যাগের ঘোষণা আলজিরিয়ার প্রেসিডেন্টের

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী ২৮ এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন আলজিরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরের বরাত দিয়ে একথা জানায় যুক্তরাজ্যের গণমাধ্যম। খবর বিবিসির। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এই প্রেসিডেন্ট পদত্যাগের আগে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতা’ নিশ্চিত করবেন। দেশটিতে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারা ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করার পর এই ঘোষণা এলো। এর ফলে বুতেফ্লিকার পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা ভেস্তে গেল। দেশটির সরকার নির্বাচন স্থগিত করেছে এবং একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। কিছুদিন আগে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আহমেদ গায়েদ সালাহ অসুস্থ প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
×