ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোলান ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব দেবে আরব লীগ

প্রকাশিত: ১৩:১০, ২ এপ্রিল ২০১৯

 গোলান ইস্যুতে জাতিসংঘে প্রস্তাব দেবে আরব লীগ

জনকণ্ঠ ডেস্ক ॥ গোলান মালভূমি প্রশ্নে আরব নেতারা একজোট হয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা এবং ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবনা আনার ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনীদের স্বাধীন রাষ্ট্র গঠনের চেষ্টায় সমর্থন দেয়ারও অঙ্গীকার করেছেন তারা। খবর ইয়াহু নিউজের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে মালিকানা নিয়ে বিরোধ থাকা গোলান মালভূমি ইসরাইলের ভূখন্ড বলে স্বীকৃতি দেয়ার পর রবিবার তিউনিসিয়ার আরব সম্মেলনে এর নিন্দা জানান নেতারা। আরব লীগের মহাসচিব জেনারেল আহমেদ আব্দুল ঘেইত বলেন, ‘আমরা তিউনিসিয়ায় সমবেত আরব দেশের নেতারা যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং নিন্দা জানাচ্ছি।’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাবনা উত্থাপন করবে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের রায় চাইবে বলেও জানান তিনি।
×