ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেআইনীভাবে তৈরি ভবনের নাম প্রকাশ করা হবে ॥ গণপূর্তমন্ত্রী

প্রকাশিত: ১২:৪৮, ২ এপ্রিল ২০১৯

 বেআইনীভাবে তৈরি ভবনের নাম প্রকাশ করা হবে ॥ গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর যে ভবনগুলো বেআইনী এবং অনিয়মের মধ্য দিয়ে নির্মিত হয়েছে তাদের নাম পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করব। কারণ দেশবাসীর জানা উচিত। শুধু অবৈধ ভবন নির্মাতা নয়, নজরদারির দায়িত্বে যারা ছিলেন, তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি গঠন নয়, যারাই অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন, তাদের সবাইকে জবাবদিহিতার মুখোমুখি করা হবে। তিনি বলেন, বনানী অগ্নিকান্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে। তারা কাজ শুরু করেছে। আমরা তদন্ত কমিটির প্রতিবেদস জনসমক্ষে প্রকাশ করব। ইতোমধ্যে ভবন মালিকদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে। সেইসঙ্গে ভবনের কাগজপত্র জাল জালিয়াতি করারও অভিযোগ আছে। তদন্তে দেখা গেছে, ভবনে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। জরুরী বহির্গমণের সিঁড়ি, প্রয়োজনীয় পানির ব্যবস্থা ছিল না। শ ম রেজাউল করিম বলেন, শুধু ভবন নির্মাতারা অপরাধী না যাদের ওপর নজরদারির দায়িত্ব ছিল কাজ করেন নাই তারাও অপরাধী। আমরা সকলকে খতিয়ে দেখতে চাই। ইতোমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজধানীতে ২৪টি টিম ভবনের ত্রুটি চিহ্নিত করতে কাজ শুরু করেছে। আগামী আরও ১৪ দিন এ কাজ চলবে।
×