ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘এ’ লাইসেন্সধারী কোচ ছাড়াই চলছে মোহামেডান!

প্রকাশিত: ১১:৫৯, ২ এপ্রিল ২০১৯

‘এ’ লাইসেন্সধারী কোচ ছাড়াই চলছে মোহামেডান!

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এ’ লাইসেন্সধারী কোচ ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে খেলছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। রেফারিজ কমিটি বলছে- প্রতি ম্যাচ শেষেই তারা লীগ কমিটিকে অবহিত করে বিষয়টি। তবে এরপরও সমস্যার সমাধান করেনি মোহামেডান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে- দ্রুত কোচ সমাধান না করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে লীগ কমিটি। ঘরোয়া ফুটবলে মোহামেডানের জীর্ণ দশা; ফেডারেশন কাপের পর স্বাধীনতা কাপেও গ্রুপপর্ব থেকে বিদায় নেয় তারা। চলতি প্রিমিয়ার লীগে অবনমন এড়ানোই বড় চ্যালেঞ্জ সাদা-কালোদের। ৯ ম্যাচ ৫ পয়েন্ট, পয়েন্ট টেবিলের ১১ নম্বরে অবস্থান করছে তারা। দীর্ঘদিন ধরেই কোচ সমস্যায় ভুগছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ইংলিশ কোচ ক্রিস্টোফার ইভান্সের পর লীগের শুরুতেই দায়িত্ব ছেড়েছেন আলী আসগর। বাইলজ অনুযায়ী ক্লাবগুলোতে ‘এ’ লাইসেন্সধারী কোচ থাকা বাধ্যতামূলক হলেও সেটা মানছে না মোহামেডান। এসব অনিয়ম দেখেও নীরব লীগ কমিটি। লীগের দশ রাউন্ড শেষ হলেও মোহামেডানের বিপক্ষে এখনও কোন পদক্ষেপ নেয়নি তারা। এদিকে ফেডারেশনের দাবি- লীগের মাঝপথেই কোচ সমস্যার সমাধান করবে মোহামেডান। স্কুল মিনি হ্যান্ডবল শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ প্রাণ কনফেকশনারির পৃষ্ঠপোষকতায় আজ মঙ্গলবার থেকে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘র্হুরে ওয়েফার মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট-পাওয়ার্ড বাই প্রাণ বাবল গাম।’ এতে ১২টি বালক ও সমসংখ্যক বালিকা স্কুল হ্যান্ডবল দল অংশ নেবে। টুর্নামেন্টের বাজেট ১ লাখ ৭০ হাজার টাকা। টুর্নামেন্ট উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার ওমর ফারুক, কমিটির চেয়ারম্যান মাসুমা শামীম শীলা এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তুরি।
×