ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলে মানিয়ে নিতে পারছেন না কোহলি!

প্রকাশিত: ১১:৫৮, ২ এপ্রিল ২০১৯

আইপিএলে মানিয়ে নিতে পারছেন না কোহলি!

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত উইলোবাজিতে ভেঙ্গে চলেছেন একের পর এক রেকর্ড। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। অথচ আইপিএলে নিদারুণ হতাশ করছেন এই সুপারস্টার। এ পর্যন্ত শিরোপার স্বাদ না পাওয়া র‌্যয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়কের এবারের আসরটাও শুরু হয়েছে বাজেভাবে। তিন ম্যাচের সব কটি হেরে পয়েন্ট টেবিলের তলানিতে দল। যেখানে কোহলি আউট হয়েছেন ৬, ৪৬ ও ৩ রান করে। পরশু সানরাইজার্স হায়দরাবাদের ২৩১/২ রানের জবাবে ১১৩ রানে অলআউট ব্যাঙ্গালুরু হারে ১১৮ রানের বিশাল ব্যবধানে। জয়পুরে আজ তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ‘সম্ভবত আমাদের সবচেয়ে বাজে হার। আসলে এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলার নেই। প্রথম বল থেকেই আমাদের কিছু ভাল যাচ্ছিল না, আর ব্যাটিং ইনিংসের শেষ বলে আমাদের শেষ উইকেট পতন, এসব নিয়ে বলাটা বেশ কঠিনই। আমার মনে হয় গুণাগুণ বিবেচনায় আমরা সব বিভাগেই খারাপ খেলেছি। প্রতিপক্ষ অবশ্যই সেরাটা খেলে জয় পেয়েছে।’ হায়দরাবাদের কাছে লজ্জার হারের পর সংবাদমাধ্যমকে ব্যাঙ্গালুরু অধিনায়ক। কোহলি নিজ দলকে ঢেলে সাজানো ও সাহসী হতে বলেছেন। ঐ ম্যাচে ব্যাঙ্গালুরু বোলারদের সমানে পিটিয়ে উদ্বোধানী জুটিতে জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার ১৬.২ ওভারে ১৮৫ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন। দু’জনেই সেঞ্চুরির দেখা পান। তবে এত বড় ব্যাটিং লাইনআপ নিয়েও বাজে হার থেকে মুক্তি পায়নি ব্যাঙ্গালুরু। কোহলির মতো তারকার হাতে এখনও আইপিএলের শিরোপা না ওঠাটা বেশ বিস্ময়েরই। এবার আসর শুরুর আগে এ নিয়ে বহু আলোচনা হয়েছে। এমনকি গুঞ্জন উঠেছিল, তাকে নেতৃত্ব থেকে বাদ দিতে পারে ব্যাঙ্গালুরু। তবে মালিকপক্ষ আবারও তার ওপর ভরসা করে। মাত্রই টুর্নামেন্ট শুরু। শেষ পর্যন্ত কোহলি ও তার দল কেমন করে, সেটিই দেখার অপেক্ষা।
×