ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও মিয়ামির চ্যাম্পিয়ন সুইস টেনিস তারকা

ফেদেরারের শোকেসে ১০১ ট্রফি

প্রকাশিত: ১১:৫৬, ২ এপ্রিল ২০১৯

ফেদেরারের শোকেসে ১০১ ট্রফি

স্পোর্টস রিপোর্টার ॥ মিয়ামি ওপেনের পুরুষ এককের চ্যাম্পিয়ন হলেন রজার ফেদেরার। রবিবার ফাইনালে জন ইসনারকে পরাজিত করে টুর্নামেন্টের চতুর্থ শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারের ১০১তম ট্রফি জয়ের কীর্তি গড়লেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন ফেদেরার। জন ইসনারও এই আসরে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। কিন্তু ফাইনালে রজার ফেদেরার এদিন পাত্তাই দেননি ইসনারকে। ৩৭ বছর বয়সী ফেড এক্সপ্রেস শিরোপা জয়ের লড়াইয়ে ৬-১ এবং ৬-৪ গেমে খুব সহজেই পরাজিত করেন আমেরিকান তারকা জন ইসনারকে। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ক্যারিয়ারের ২৮তম মাস্টার্স শিরোপা জিতে দারুণ খুশি ফেদেরার। নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘কি দুর্দান্তই না একটা সপ্তাহ পার করলাম। এই মুহূর্তে আমি সত্যিই দারুণ খুশি। এটা অবিশ্বাস্যই মনে হচ্ছে আমার কাছে। কেননা ১৯৯৯ সালে এখানে প্রথম খেলেছিলাম আমি। আর সেই আমিই ২০১৯ সালেও খেলছি এই টুর্নামেন্টে। আমার কাছে এটা তাই স্বাভাবিকভাবেই অনেক কিছু।’ ২০১৯ সালে এখন পর্যন্ত ১৯টি টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। যার ১৮টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন ভিন্ন ভিন্ন ১৮ খেলোয়াড়। তবে রজার ফেদেরার গড়লেন ব্যতিক্রম রেকর্ড। সুইস তারকাই একমাত্র খেলোয়াড় যিনি জন ইসনারকে হারিয়ে সেই রেকর্ডকে থামিয়ে দিলেন। এ মৌসুমে রজার ফেদেরারই একমাত্র খেলোয়াড় যিনি দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন। তা না হলে এবার ১৯টি টুর্নামেন্টে ভিন্ন ভিন্ন চ্যাম্পিয়ন দেখার সুযোগ পেত বিশ্ব টেনিস। তবে সেই রেকর্ডটা হতে দিলেন না রজার ফেদেরার। মিয়ামি ওপেনের ফাইনালের প্রথম সেটেই ইনজুরিতে পড়ে যান জন ইসনার। তাতেই যেন কপাল পুড়ে আমেরিকান তারকার। ইনজুরিতে পড়ে যাওয়ার পর ফেদেরারের বিপক্ষে ম্যাচে কঠিন লড়াই করতে দেখা যায় ইসনারকে। এ বিষয়ে ম্যাচের শেষে নিজের কঠিনতম অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ইসনার বলেন, ‘প্রথম সেটের সময়ই আমার পায়ে ব্যথা অনুভব করি। এরপর এটা তো কমেইনি বরং আরও বেশি খারাপ হতে থাকে। আমার জন্য এটা ছিল খুবই ভয়ঙ্কর এক অনুভূতি। একদিকে বিশ্ব টেনিসের অন্যতম সেরা খেলোয়াড়, আরেকদিকে পায়ে ব্যথা।’ ইসনারের জন্য রজার ফেদেরারও সহানুভূতি প্রদর্শন করেছেন। তবে সেটা ম্যাচের শেষে। এ প্রসঙ্গে ফেড এক্সপ্রেস বলেন, ‘শেষের দিকে ইসনারের জন্য এটা খুবই কঠিন হয়ে পড়েছিল। সে যেভাবে মুভ করছিল তাতে সুস্পষ্ট বুঝা যাচ্ছিল যে সে খুব ভাল ছিল না।’ ১৫৪তম ট্যুর ফাইনালে ৫০তম মাস্টার্স শিরোপা জেতা রজার ফেদেরারকেও অবশ্য অভিনন্দন জানাতে ভুল করেননি ইসনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রজারকে অভিনন্দন। এই টুর্নামেন্টে সে অনেক ভাল পারফর্ম করেছে। রজার ফেদেরারকে এখনও খেলতে দেখছি এ জন্যই আমরা অনেক বেশি ভাগ্যবান। রজার আজ অনেক বেশি ভাল খেলেছে। এই টুর্নামেন্টের শুরু থেকেই অসাধারণ পারফর্ম করেছে সে। শুধু এই টুর্নামেন্ট কেন? পুরো ক্যারিয়ারেই তো রজার ফেদেরার দুর্দান্ত। রজার ফেদেরার টেনিস কোর্টে যা করছে তা সত্যিই অবিশ্বাস্য।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন রজার ফেদেরার। সর্বশেষ ২০১৮ সালে মেজর কোন শিরোপার স্বাদ পান তিনি। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনে মারিন সিলিচকে পরাজিত করে ২০তম মেজর শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন তিনি। এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনেও বেশ ভাল সূচনা করেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। পচা শামুকে পা কেটে যায় সুইস তারকার। শেষ ষোলোতে স্টেপানোস সিসিপাসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে ভাল করতে না পারলেও আসন্ন ফ্রেঞ্চ ওপেনে নিঃসন্দেহে নিজের সেরাটা দেয়ার লক্ষ্য নিয়েই কোর্টে নামবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা।
×