ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকারী সফরে যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশিত: ১১:৩৫, ২ এপ্রিল ২০১৯

সরকারী সফরে যাচ্ছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সাত দিনের সরকারী সফরে বুধবার সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে সেনাপ্রধান সিঙ্গাপুরের চীফ অব ডিফেন্স ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া তিনি চাঙ্গি কমান্ড এ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। এরপর আগামী ৭ এপ্রিল সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং সফর শেষে ৯ এপ্রিল দেশে ফিরবেন। -আইএসপিআর দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত মালয়েশিয়া সফর শেষে সোমবার দেশে ফিরেছেন। সফরকালে বিমানবাহিনী প্রধান মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন। স্টাফ কলেজ আয়োজিত এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বিমানবাহিনী প্রধানের নাম মালয়েশিয়ান আর্মড ফোর্সেস স্টাফ কলেজ হল অব ফেমে ১৩তম ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে বিমানবাহিনী প্রধান স্টাফ কলেজের ছাত্রদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি স্টাফ কলেজের কমান্ড্যান্টের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। তার এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর সুসম্পর্ক উন্নয়ন ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। -আইএসপিআর
×