ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ’তে দুর্যোগকালীন করণীয় নিয়ে সেমিনার

প্রকাশিত: ১১:৩৪, ২ এপ্রিল ২০১৯

বিএসএমএমইউ’তে দুর্যোগকালীন করণীয় নিয়ে সেমিনার

১ এপ্রিল সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বি-ব্লকের ডাঃ মিল্টন হলে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ যেকোন দুর্যোগকালে হাসপাতালগুলোর জরুরী প্রস্তুতি, মোকাবেলা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। সম্মানিত অতিথি ছিলেন ইউএসএইড বাংলাদেশ-এর পরিচালক মিস্টার পল ম্যাসন। সভাপতিত্ব করেন নিপসম পরিচালক অধ্যাপক ডাঃ বায়জিদ খোরশিদ রিয়াজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীফ অব পার্টি-স্ট্রেনদিং আর্থকোয়েক রেজিলিনসি ইন বাংলাদেশ ও এডিপিসি, থাইল্যান্ডের প্রোগ্রাম ম্যানেজার মিস্টার ফ্রেডেরিক জন এ্যাবো। ধন্যবাদ জ্ঞাপন করেন এশিয়ান ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার (এডিপিসি)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডাঃ নুর আহমেদ। -বিজ্ঞপ্তি
×