ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা ক্যাডারে ১৯১ প্রার্থী নিয়োগ

প্রকাশিত: ১১:৩২, ২ এপ্রিল ২০১৯

শিক্ষা ক্যাডারে ১৯১ প্রার্থী নিয়োগ

স্টাফ রিপোর্টার ॥ ৩৬তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষা ক্যাডারে ১৯১ প্রার্থীকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে আসন্ন ৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখকের সুবিধা দেবে বিপিএসসি। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ এপ্রিল অফিস চলাকালে শ্রুতি লেখক নেয়ার জন্য আবেদন করতে হবে। পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ৩৬তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষা ক্যাডারে ১৯১ প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বাংলার ২০, রাষ্ট্র বিজ্ঞানের ১৭, প্রাণিবিদ্যার ১, ইংরেজীর ১৩, অর্থনীতির ১৫, দর্শনের ১৭, ইতিহাসের ১৮, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পাঁচ, সমাজ কল্যাণের দুই, পদার্থ বিজ্ঞানের দুই, উদ্ভিদবিদ্যার চার, কৃষিবিজ্ঞানের তিন, মনোবিজ্ঞানের পাঁচ, হিসাব বিজ্ঞানের ২০, ব্যবস্থাপনায় ২১, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে তিন, সংস্কৃতিতে দুই, পরিসংখ্যানে তিন, গণিতে ১৩ জন, কম্পিউটারে পাঁচ এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে ২ জন প্রভাষক রয়েছেন। এদিকে ৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখকের সুবিধা দেবে সরকারী কর্মকমিশন (পিএসসি)। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ এপ্রিল অফিস চলাকালে শ্রুতি লেখক নেয়ার জন্য আবেদনের নির্দেশ দেয়া হয়েছে। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থী হিসেবে আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের সরকারী কর্মকমিশন থেকে শ্রুতি লেখক দেয়া হবে। আবেদনের সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারি প্রত্যয়নপত্র, সমাজসেবা অধিদফতরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বা সমমর্যাদাসম্পন্ন দায়িতপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। তবে আবেদন না করলে শ্রুতি লেখক পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারী প্রার্থীরা শুধু অনুমোদিত শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবেন।
×