ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কংগ্রেস হিন্দুদের বিদ্রুপ করেছে ॥ মোদির কটাক্ষ

প্রকাশিত: ১১:১২, ২ এপ্রিল ২০১৯

কংগ্রেস হিন্দুদের বিদ্রুপ করেছে ॥ মোদির কটাক্ষ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দুটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেয়ার পর তাকে উদ্দেশ করে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করে বলেছেন, কংগ্রেস হিন্দুদের বিদ্রুপ করেছে। জনগণ নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে বলে তিনি দাবি করেন। -খবর এনডিটিভি’র। বিগত দিনে মহারাষ্ট্রে কংগ্রেস এবং এনসিপির যে সরকার চলত তাকে কুম্ভকর্ণের সঙ্গে তুলনা করে মোদি বলেন, সেচ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়। দুই সঙ্গী ছয় মাস করে ঘুমিয়ে থাকে। তারপর উঠে মানুষের অর্থ লুট করে। মোদি বলেন, নিজেদের দাবি নিয়ে লড়াই করা কৃষকদের ওপর গুলি চালিয়েছে শারদ পাওয়ারের লোকজন। নিজে কৃষক হয়েও কৃষকদের কথা ভাবেননি পাওয়ার। ১০ বছর কেন্দ্রের কৃষিমন্ত্রী থাকার পরও মহারাষ্ট্রের কৃষকদের কথা তিনি ভাবেননি। তিনি বলেন, পাওয়ার পরিবারকে সুবিধা দিতে এনসিপি নেতাদের অবসর দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের চৌকিদার মহারাষ্ট্রের কৃষক থেকে শুরু করে বাকি জায়গায় কৃষকদের পাশে আছে। মহারাষ্ট্রের জনসভায় রাহুলকে আক্রমণ করে মোদি বলেন, সংখ্যাগরিষ্ঠ লোকদের মধ্য থেকে প্রার্থী দিতে ভয় পাচ্ছে কংগ্রেস। কারণ তারা ‘হিন্দু সন্ত্রাসী’ বলে হিন্দুদের মনে আঘাত দিয়েছেন। কংগ্রেস ‘শান্তিপ্রিয় হিন্দুদের’ সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে এবং তারা জানে, হিন্দুরা এর শাস্তি দেবে। তিনি বলেন, রাহুল গান্ধী কেন উত্তর প্রদেশের আমেথি ছাড়াও অন্য আরেকটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ার্দায় বিজেপি-শিবসেনা জোটের নির্বাচনের প্রচারাভিযান উদ্বোধন করে মোদি বলেন, কংগ্রেস হিন্দুদের বিদ্রƒপ করেছেন। জনগণ তাদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাদের দলের নেতারা হিন্দু অধ্যুষিত আসন থেকে নির্বাচন করতে চাচ্ছেন না। উল্লেখ্য, এপ্রিল ও মে মাসে সাত দফায় দেশটিতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মোদি বলেন, কংগ্রেস ‘হিন্দু সন্ত্রাস’ শব্দ ব্যবহার করেছে। এতে শান্তিপ্রিয় হিন্দুদের সন্ত্রাসী তকমা দেয়া হয়েছে... হিন্দু সন্ত্রাসবাদের কোন ঘটনা আছে? কংগ্রেসের এই বিদ্রুপ জনগণ কখনও ভুলে যাবে না। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে জঙ্গী আস্তানায় ভারতের বিমান হামলা এবং সৈন্যদের সাহসিকতা নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিরুদ্ধে বিষোদগার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এসব দল পাকিস্তানের ভাষায় কথা বলেছে।’ রাহুল গান্ধী ওয়ানাদ থেকেও নির্বাচন করবেন ঘোষণা দেয়ার পর বিজেপি বলছে, আমেথি থেকে তিনবার নির্বাচিত হওয়া সত্ত্বেও রাহুল গান্ধীর আসনটির ওপর আস্থা নেই। তাই তিনি এবার অন্য আরেকটি আসন থেকেও নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
×