ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাধীনতা পদক অর্জন করায় চট্টগ্রামে সংবর্ধনায় সিক্ত মোশাররফ

প্রকাশিত: ১১:১১, ২ এপ্রিল ২০১৯

স্বাধীনতা পদক অর্জন করায় চট্টগ্রামে সংবর্ধনায় সিক্ত মোশাররফ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় চট্টগ্রামে গণসংবর্ধনায় সিক্ত হলেন একাত্তরের রণাঙ্গনের যোদ্ধা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সোমবার বিকেলে মহানগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের এই কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা প্রদান করে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ। প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হন বর্ষীয়ান এই রাজনীতিক। তুলে ধরেন মুক্তিযুদ্ধে নিজের ও সহযোদ্ধাদের বীরত্বপূর্ণ ভূমিকা। গণসংবর্ধনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মুক্তিযুদ্ধ ও রাজনীতিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তুলে ধরেন দেশের বর্তমান রাজনীতির চিত্র। তিনি বলেন, অর্থনীতি ও উন্নয়নসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যার স্বীকৃতিও মিলেছে। পাকিস্তান এবং পাকিস্তানের বুদ্ধিজীবীরাও বাংলাদেশের সুনাম করেন। বাংলাদেশকে তারা উন্নয়নের রোল মডেল ভাবছেন। কিন্তু ভাবতে পারে না শুধু বিএনপি ও ঐক্যফ্রন্ট। তাদের রাজনীতির দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থতার মধ্যে আটকে আছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘায়ু হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিতে ভূমিকা রেখে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন তার বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে একজন অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, আপনি আমাদের দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। আমরা অনেকেই বক্তব্যে যা বলি, তা ধারণ করি না। নির্বাচন শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করি না। অনেক সময় নৌকার প্রার্থীকে পরাজিত করার জন্য সকল ধরনের চেষ্টা করি। অভিভাবক হিসেবে আপনি চাইলে সবাইকে একমঞ্চ দাঁড় করাতে পারেন। স্বাধীনতা পদকে ভূষিত সংবর্ধিত মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের নেতাকর্মীদের সম্মাননায় আবেগে আপ্লুত হন। তিনি স্মৃতিচারণ করেন মহান মুক্তিযুদ্ধ ও রাজনীতির দীর্ঘ গতিপথের মুহূর্ত। কৃতজ্ঞতা প্রকাশ করেন দীর্ঘ রাজনৈতিক জীবনে সহকর্মী ও সহযোদ্ধাদের আন্তরিক ভূমিকার জন্য। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় আত্মনিবেদিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, ওয়াসিকা আয়শা খান ও খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম প্রমুখ।
×