ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৃহবধূকে গণধর্ষণ ॥ জামিন পেলেন চার আসামি

প্রকাশিত: ১১:০৩, ২ এপ্রিল ২০১৯

গৃহবধূকে গণধর্ষণ ॥ জামিন পেলেন চার আসামি

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে বালুর মাঠের একটি বাড়িতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের মামলায় চার আসামি জামিন পেয়েছেন। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ জামিন দেন। আসামিরা হলেন মোঃ রাজু আহসান (৪০), মনির (২৬), রাশেদ (২৫) ও মোকাদ্দেস (২৮)। গত ১৩ জানুয়ারি হাজারীবাগ থানায় ধর্ষিতা নিজেই এ মামলা দায়ের করেন। ১৯ জানুয়ারি আসামিদের গ্রেফতার করে পুলিশ। এরপর সিএমএম আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। সিএমএম আদালতের আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, ধর্ষিতার স্বামীর সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা প্রায়ই তাকে বিরক্ত করত। গত ১১ জানুয়ারি ধর্ষিতা ডেমরায় বাবার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলে আসামি মোঃ রাজু আহসান, মনির, রাশেদ ও মোকাদ্দেসসহ অজ্ঞাতনামা ৪/৫ জন তাকে জোর করে বেড়ি বাঁধের কাছে বালুর মাঠের একটি বেড়ার ঘরে নিয়ে যায়। সেখানে নেয়ার পর জোর করে তারা তাকে ওষুধ খাওয়ায়। এরপর গৃহবধূ অচেতন হয়ে পড়েন। পরদিন চেতনা ফিরে আসলে গৃহবধূ বুঝতে পারেন তিনি গণধর্ষণের শিকার হয়েছেন।
×