ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাউছিয়া মার্কেটে রেস্তরাঁ ও ডেমরায় তিতাস অফিসে আগুন, নিয়ন্ত্রণ দ্রুতই

প্রকাশিত: ১০:৫৮, ২ এপ্রিল ২০১৯

গাউছিয়া মার্কেটে রেস্তরাঁ ও ডেমরায় তিতাস অফিসে আগুন, নিয়ন্ত্রণ দ্রুতই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাউছিয়া মার্কেট, ডেমরার তিতাস গ্যাস অফিসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এছাড়া বাংলামোটরে একটি অটোরিক্সায় আগুন স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্রণে। খবর পেয়ে দমকল কর্মীরা এই দুটি স্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার রাত বারোটা ২৫ মিনিটে গাউছিয়া মার্কেটের দোতলায় একটি ফুডকোর্ট (রেস্তরাঁ) আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ারম্যান পারভেজ জানান, মার্কেটের দোতলার ওই রেস্তরাঁ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে মার্কেটের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে। একইদিন রাত ১২টার দিকে ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তিতাস ও বিদ্যুত বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। ডেমরা ফায়ার সার্ভিসের পাশের উন্মুক্ত স্থানে থাকা গ্যাস লাইনে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসের লোকদের খবর দিলে তারা ছুটে আসে। এ সময় ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফতুল্লাসহ অন্যান্য টিম ঘটনাস্থলে ছুটে আসে। ডেমরা ফায়ার সার্ভিসের এক সিনিয়র স্টেশন অফিসার জানান, ঘটনাস্থলে পথচারী ও দায়িত্বরত প্রহরীদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কন্ট্রোল রুমের খবরে আদমজী, ফতুল্লাসহ কয়েকটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই তিতাসের ডেমরা শাখা অফিস থেকে গ্যাসের লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্যাস সরবরাহ বন্ধের পর রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তিতাসের ইমার্জেন্সি বিভাগ থেকে দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৬ এর উপসহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, তিতাসের এই প্রধান লাইনটি আগেই লিক ছিল। কালবৈশাখীর তা-বে হঠাৎ বৈদ্যুতিক পোল সংলগ্ন ওই লিকেজে আগুন ধরে যায়। অন্যদিকে সোমবার দুপুরে বাংলামোটর লিংক রোডে একটি অটোরিক্সা আগুনে পুড়ে গেছে। রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, দুপুরে যান্ত্রিক ত্রুটিতে অটোরিক্সাটিতে আগুন লাগে। আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
×