ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৪৭ বছরে পা রাখল রাজশাহী কলেজ

প্রকাশিত: ০৯:৩০, ২ এপ্রিল ২০১৯

১৪৭ বছরে পা রাখল রাজশাহী কলেজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ টানা তিনবারের দেশসেরা ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ পা রাখল ১৪৭ বছরে। সোমবার কলেজের ১৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাপক আয়োজন করা হয়। বেলা ১১টায় কলেজ মাঠে বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান। ‘প্রমত্তা কালের খেয়ায় কাটল যে দিন, পেরিয়ে বছর মাস শুভ জন্মদিনে আজ প্রাণের উল্লাস’ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে মেতে ওঠে রাজশাহী কলেজের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাক্সক্ষীরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নেতৃত্বে র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়। ঘর পেল দরিদ্র রিজু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ মার্চ ॥ ফরিদপুরের অম্বিকাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে সহায়সম্বলহীন হয়ে পড়া দরিদ্র রিজু মোল্যাকে টিনের ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত বিবেক’। সংগঠনের নেতারা দুদিন ধরে নিজেরা শ্রম দিয়ে টিনের এ ছাপড়াটি নির্মাণ করে দেন। সোমবার রিজু তার নিজের ঘরে ওঠে। জাগ্রত বিবেকের প্রধান সমন্বয়কারী কুদ্দুসুর রহমান জানান, দিনমজুর রিজু মোল্যার ঘরটি দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়। ফলে সে একেবারেই অসহায় হয়ে পড়ে। থাকার একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে স্ত্রী, সন্তানদের নিয়ে থাকতে হয় তাদের। নতুন ঘর তৈরিরও কোন সামর্থ্য নেই রিজু মোল্যার। অসহায় এ দরিদ্র পরিবারটির দিকে হাত বাড়িয়ে দিয়েছি আমরা।
×