ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাবিতে ছিনতাইয়ের অভিযোগে ৫ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: ০৯:২৮, ২ এপ্রিল ২০১৯

জাবিতে ছিনতাইয়ের অভিযোগে ৫ শিক্ষার্থী বহিষ্কার

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে ছিনতাইয়ের অভিযোগে ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। সাময়িক বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪ ব্যাচের সঞ্জয় ঘোষ, সরকার ও রাজনীতি বিভাগের ৪৫ ব্যাচের মোহাম্মদ আল-রাজি, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের রায়হান পাটোয়ারী, দর্শন বিভাগের ৪৫ ব্যাচের মোকাররম শিবলু ও কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৫ ব্যাচের শাহ মুশতাক সৈকত। এদের মধ্যে রায়হান পাটোয়ারী এর আগেও একটি ছিনতাইয়ের ঘটনায় দুই বছরের জন্য বহিষ্কৃত হন। খুলনায় বৃদ্ধাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শেফালী বণিক (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার দায়ে সজল বণিক (২৪) নামের এক যুবককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৮ নবেম্বর সন্ধ্যায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন টেক্সটাইল মিল মসজিদের পাশের গলির আব্দুল হালিমের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার বাসায় বৃদ্ধ শেফালী বণিক একা ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসায় ২৯/১ সোনাডাঙ্গা ইব্রাহিম মিয়া গলির বাসিন্দা তপন বণিকের ছেলে স্বজল বণিক (২৪) প্রবেশ করে শেফালী বণিকের কাছে টাকা চায়। তিনি টাকা না দেয়ায় ওই বৃদ্ধার সোনার চেইন ছিনিয়ে নেয়ার সময় তিনি চিৎকার দেন।
×